Header Ads

Image result for header ad

যেখান থেকে পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে-



১. বাংলাদেশের জাতীয় সংগীতের সুরকার কে?
উ: রবীন্দ্রনাথ ঠাকুর
২. বাংলাদেশের জাতীয় সংগীতের
রচয়িতা কে?
উ: রবীন্দ্রনাথ ঠাকুর
৩. বাংলাদেশের জতীয় সংগীতে মোট কত লাইন রয়েছে?
উ: ১০টি
৪. বাংলাদেশের জাতীয় সংগীত
প্রথম ইংরেজি অনুবাদ করেন কে?
উ: সৈয়দ আলী আহসান
৫. কোনো অনুষ্ঠান বা উৎসবে জাতীয় সংগীতের কতটুকু বাজানো হয়?
উ: প্রথম চার লাইন
৬. বাংলাদেশের রণসংগীত কে রচনা করেন?
উ: বিদ্রোহী কবি কাজী নজরুল
ইসলাম
৭. বাংলাদেশের রণসংগীত
কোন কবিতার অংশবিশেষ?
উ: চল চল কবিতার
৮. বাংলাদেশের রণসংগীত
কোন কাব্যের অন্তর্গত?
উ: সন্ধ্যা কাব্য
৯. রণসংগীতটি কোন পত্রিকায়
প্রখম প্রকাশিত হয়?
উ: শিখা পত্রিকায়
১০. কোন অনুষ্ঠানে রণসংগীতের
কত লাইন বাজানো হয়?
উ: ২১ লাইন
("BCS Preliminary Analysis" বইয়ের সৌজন্যে)
১১. ২৬ মার্চকে স্বাধীনতা দিবস
হিসেবে ঘোষণা করা হয় কত সালে?
উ: ১৯৮০ সালে
১২. বাংলাদেশের ক্রীড়া সংগীতের
রচিয়তা কে?
উ: সেলিনা রহমান
১৪. ক্রীড়া সংগীতের সুরকার কে?
উ: খন্দকার নূরুল আলম
১৪. বাংলাদেশের মানচিত্র
প্রথম কে আকেন?
উ: মেজর জেমস
১৫. বাংলাদেশের মানচিত্র খুঁচিত পতাকার ডিজাইনার কে ছিলেন?
উ: শিব নারায়ণ দাস
১৬. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
উ: কামরুল হাসান
১৭. বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে?
উ: কামরুল হাসান
১৮। রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?
উ: এ.এন সাহা
১৯. বাংলাদেশের ডাক বিভাগের খামের প্রথম ডিজাইনার কে?
উ: মোহাম্মদ ইদ্রিস
২০. প্রথম ডাক খামে প্রতীক কী ছিল?
উ: স্মৃতিসৌধ
২১. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
উ: সৈয়দ মাইনুল হোসেন
২২. জাতীয় শহীদ মিনারের স্থপতি কে?
উ: হামিদুর 

No comments

Theme images by RBFried. Powered by Blogger.